বাংলায় একটা ব্লগ লিখলে কেমন হয় ? অনেক দিন ধরেই ইচ্ছেটা ছিল। কিন্তু বাংলা লেখার তেমন জুতসই কোনো সফটওয়্যার পাচ্ছিলাম না। অনেকেই Avro ব্যবহার করেন শুনতাম। আমি কোনোদিন সেটা নাবিয়ে উঠতে পারিনি। গুগল-এর দাক্ষিণ্যে এখন বাংলা লেখা দারুন সহজ হয়ে গেছে। কাজেই না লেখার আর কোনো যুক্তি দেয়া যায় না। শুধু চন্দ্রবিন্দু টা কি ভাবে লাগাতে হয় এখনো বুঝে উঠতে পারিনি। আশা করি বুঝে যাবো শিগগির। তবে গুগল দেখছি বানান গুলো মোটামুটি জানে। কিছু ওপার বাংলা মার্কা বানান আছে। কিন্তু একটু সজাগ থাকলেই ওগুলো এড়ানো যায়।
কেমন ভাবে লিখি গুগল এ? লিখে রাখি। হয়তো ভবিষ্যতে পুরো ব্যাপার টা পাল্টে যাবে। গুগল ইনপুট সরঞ্জাম বলে একটা ওয়েব সাইট আছে। ইংরিজিতে "Google Bengali input " বলে গুগল করলেই সেটি চলে আসে। সেখানে একটি বাক্সে ইংরিজিতে বাংলা শব্দ গুলো লিখতে হয়। যেমন sudipto যদি লিখি গুগল অনেকগুলো অপশন দেবে। নম্বর দিয়ে। এ ক্ষেত্রে প্রথমে ছিল সুদীপ্ত। সঠিক বানান। তখন যদি স্পেস বার টিপি তাহলে ওটাই রইলো। অন্য অনেক বানানের অপশন দেবে। তার কোনটা চাইলে সেই নম্বর টি টিপতে হবে। মানে আমি চাইলে সুদিপ্ত বা সূদীপ্ত ও লিখতে পারি।
তবে হ্যাঁ, এই ভাবে বানান দেখে দেখে ও সঠিক বানান খুঁজে খুঁজে টাইপ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। মাঝে মধ্যেই ভুল বানান হয়ে যায় খেয়াল না থাকলে, আবার তাকে rewrite করতে হয়।
কেমন ভাবে লিখি গুগল এ? লিখে রাখি। হয়তো ভবিষ্যতে পুরো ব্যাপার টা পাল্টে যাবে। গুগল ইনপুট সরঞ্জাম বলে একটা ওয়েব সাইট আছে। ইংরিজিতে "Google Bengali input " বলে গুগল করলেই সেটি চলে আসে। সেখানে একটি বাক্সে ইংরিজিতে বাংলা শব্দ গুলো লিখতে হয়। যেমন sudipto যদি লিখি গুগল অনেকগুলো অপশন দেবে। নম্বর দিয়ে। এ ক্ষেত্রে প্রথমে ছিল সুদীপ্ত। সঠিক বানান। তখন যদি স্পেস বার টিপি তাহলে ওটাই রইলো। অন্য অনেক বানানের অপশন দেবে। তার কোনটা চাইলে সেই নম্বর টি টিপতে হবে। মানে আমি চাইলে সুদিপ্ত বা সূদীপ্ত ও লিখতে পারি।
তবে হ্যাঁ, এই ভাবে বানান দেখে দেখে ও সঠিক বানান খুঁজে খুঁজে টাইপ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। মাঝে মধ্যেই ভুল বানান হয়ে যায় খেয়াল না থাকলে, আবার তাকে rewrite করতে হয়।
No comments:
Post a Comment